‘মিমি’ ছবির সফলতার পর রোমান্টিক-কমেডি ছবি নিয়ে আসতে চলেছেন লক্ষণ উতেকর। এ ছবির জন্য তিনি হাত মিলিয়েছেন বলিউড তারকা ভিকি কৌশলের সঙ্গে। জানা গেছে, এ ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ভিকি। লক্ষণ উতেকর রোমান্টিক-কমেডি ঘরানায় হাত পাকিয়েছেন। কার্তিক আরিয়ান আর কৃতি শ্যাননকে নিয়ে ‘লুকা ছুপি’ ছবিটি করেছিলেন। এ ছবি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল।
তবে লক্ষণ তাঁর এ রোমান্টিক-কমেডি ছবির মাধ্যমে এক সামাজিক বার্তা দিতে চলেছেন। খবর অনুযায়ী, লক্ষণ তাঁর আগামী ছবির জন্য নায়িকাও চূড়ান্ত করে ফেলেছিলেন। ভিকির বিপরীতে সারাকে নিয়েছেন বলে খবর। লক্ষণ উতেকরের এ ছবি দীনেশ ভিজান প্রযোজনা করতে চলেছেন। ছবির বাজেট আপাতত ১০০ কোটি রুপি বলে জানা গেছে।
ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ ওটিটি-তে মুক্তি পেতে চলেছে। সুজিত সরকার পরিচালিত এই ছবি ১৬ অক্টোবর মুক্তি পাবে।