দুর্নীতি দমন ও অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবো: আনোয়ার ইব্রাহিম

বিদ্বেষপূর্ণ সমাজ নিরাময়, দুর্নীতি দমন এবং অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে মালয়েশিয়ার সরকার। শপথ গ্রহণের পর এই প্রতিশ্রুতি দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর বার্তা সংস্থা এপির।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের নাম ঘোষণা করেন রাজা। বিকালেই প্যালেসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আলোচিত আনোয়ার ইব্রাহিম। প্রশাসনিক নিয়মকানুনের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে নতুন সরকার। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের উন্নত জীবন নিশ্চিত করবে। একইসাথে আভাস দেন, আরও দুই শরিকের সহযোগিতায় জোট সরকার গঠনে সক্ষম হবে তার রাজনৈতিক দল।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, বহু বিচার আর বছরের পর বছর কারাবন্দি থাকার পর আজ আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। রাজার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। যখন রাজনীতিকরা আমাকে সমর্থন দেননি, তিনি দেশ সামলানোর যোগ্য ভেবেছেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও মালয়েশিয়ায় কাটেনি সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা। ইব্রাহিম সরকারকে ১৯ ডিসেম্বর পার্লামেন্টের আস্থা ভোটে দিতে হবে জনপ্রিয়তার প্রমাণ।

image_pdfimage_print