বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকদের চাওয়া পূরণ করলেন সাকিব আল হাসান। ফিল্ডিংয়ের সময় দর্শকরা তার ক্যাপ চাচ্ছিলেন বারবার। এক সময় সাকিব তা ছুড়ে ফেলেন দর্শকদের দিকে।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আবারও সমর্থকদের মন জয় করে নিলেন বাংলাদেশের পোস্টার বয়। বাউন্ড্রি লাইনে ফিল্ডিং করছিলেন সাকিব। তবে তার সমর্থকরা বারবার তাকে ডাকছিল আর তার ক্যাপ নেওয়ার আবদার করছিল।
একসময় সমর্থকদের ইচ্ছা পূরণ করেন সাকিব। নিজের পরিধান করা ক্যাপটি ছুড়ে মারেন দর্শকদের দিকে। তা পেয়ে দর্শকরা খুশিতে মাতোয়ারা হয়ে যায়।
এদিকে সাকিব দর্শকদের মন জয় করতে পারলেও বাংলাদেশ পারেনি তা করতে। কারণ আফগানিস্তানের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ১১৫ রানের পুঁজি পায় বাংলাদেশ, যা ১৪ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আফগানিস্তান। ফলে ১-১ সমতায় শেষ হয় দুই দলের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানে বিশাল জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান নানা সমালোচনায় জড়ালেও দর্শকদের সঙ্গে তার এমন আচরণ সুনাম কুড়িয়েছে অনেক।
এদিকে আসন্ন আইপিএলের নিলামে দুইবার নাম উঠেও কোনো দল সাকিবকে ক্রয় করেনি। তবে তাতেও তার আইপিএলে খেলার সুযোগ দেখছে অনেকে। জৈবসুরক্ষা বলয়ের ধকল থেকে বাঁচতে আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন গুজরাট টাইটান্সে দুই কোটি রুপিতে নাম লেখানো ইংলিশ ক্রিকেটার জেসন রয়। তার পরিবর্তে একজন বিদেশি খেলোয়াড় খুঁজছে দলটি। জানা গেছে, এবারের নিলামে দল না পাওয়া টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকেও নজর রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।