ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, আটক ৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এই অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আগরতলায় এই ঘটনা ঘটে। রাতে হাঁটতে বেরিয়ে শহরের নাইট কার্ফু পরিস্থিতি পরিদর্শন করছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আইজিএম চৌমুহনীর কাছে আচমকাই তার নিরাপত্তাকর্মীরা লক্ষ্য করে যে, একটি গাড়ি দ্রুতবেগে ছুটে আসছে মুখ্যমন্ত্রীর দিকে।

রাস্তা পার হওয়ার সময় তাকে চিৎকার করে সতর্ক করেন নিরাপত্তারক্ষীরা। শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাওয়ায় একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। যদিও তার এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। পরে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। তারা এখন ১৪ দিনের রিমান্ডে রয়েছেন।