তেল খরচ ছাড়াই সূর্যের আলোতে চলবে গাড়ি!

পেশায় তিনি একজন অঙ্ক শিক্ষক। তার নাম বিলাল আহমেদ, এমন গাড়ির আবিষ্কারক কিন্তু মোটেও বিজ্ঞানী নয়।  ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং দ্য ইন্ডিয়া নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সনত নগরের বাসিন্দা বিলাল আহমেদ এমন পরিবেশবান্ধব গাড়ি তৈরি করার পরিকল্পনা করেন ২০০৯ সালে। এই হিসেবে এমন অত্যাধুনিক প্রযুক্তির গাড়িটি বাস্তবে পরিণত করতে তার সময় লেগেছে প্রায় ১১ বছর। কাশ্মীরের আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন থাকায় মৃদু সূর্যের আলোতে গাড়ি চালানোটার এই বিষয়টিকে তিনি চ্যালেঞ্জিং হিসেবে গ্রহণ করেছিলেন।

 

বিলাসবহুল গাড়িগুলোর প্রায় সব ফিচারই পাওয়া যাবে বিলাল আহমেদের তৈরি এই গাড়িতে। এই গাড়ির বনেট, ছাদে, সাইড গ্লাস এবং পেছনের কাঁচেও সোলার প্যানেল লাগানো আছে। তবে এর জন্য গাড়ির ডিজাইন যেন দেখতে খারাপ না হয় সেদিকেও রাখা হয়েছে সতর্ক দৃষ্টি।

কীভাবে এই গাড়িটি কাজ করে এমন প্রশ্নে বেলাল বলেন গাড়িতে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল ব্যবহার করার কথা। এই প্রযুক্তির মাধ্যমেই সম্পূর্ণ গাড়িটি বিদ্যুতে চলবে।