তীব্র তুষারঝড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। শুক্রবার (১৮ নভেম্বর) শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলে হয়েছে ভয়াবহ এ তুষারপাত। খবর এপি’র।
আবহাওয়া দফতর জানিয়েছে, দুই ফুট পুরু তুষারের স্তরে ঢাকা পড়েছে গোটা এলাকা। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাফেলো এলাকায়। ভারী তুষারপাতের কারণে এলাকাটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে গাড়ি চলাচল। ঝড়ের কবলে থাকা এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থানের আহ্বান জানিয়েছে প্রশাসন।
তুষার কবলিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বরফের আস্তরণ সরিয়ে সড়কে যান চলাচলের উপযোগী করতে কাজ করছে প্রশাসন। নিউইয়র্কের আরও বেশ কয়েকটি এলাকাতেও ভারী তুষারপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা।