ব্যবধান তিন দশকের। এর মধ্যে ক্রিস্টেন ডানস্টের ক্যারিয়ার পৌঁছে গেছে অন্য উচ্চতায়। কমেডি ও রোমান্টিক সিনেমার সেই অভিনেত্রী এখন অনেক পরিণত। স্বাধীন ঘরানার সিনেমায় বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে অন্বেষণে ব্যস্ত তিনি। অভিনেত্রী এখন আলোচনায় তাঁর নতুন সিনেমা ‘সিভিল ওয়ার’ দিয়ে। ১২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে আলোকচিত্রী লি স্মিথের চরিত্রে অভিনয় করে আলোচনায় ক্রিস্টেন।
ক্রিস্টেন ডানস্টের ক্যারিয়ার ৩৬ বছরের। ১৯৮৮ সালে মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক। তবে পরিচিতি পান ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ সিনেমা দিয়ে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া হরর সিনেমাটি টম ক্রুজ, ব্র্যাড পিটদের মতো সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এরপর তাঁকে দেখা গেছে টিনএজ রোমান্টিক, কমেডি ঘরানার সিনেমায়।