তার নামের সংক্ষিপ্ত রূপ ‘এআর’-এর অর্থ কি?

গানের জগতে এআর রহমানের কোনও তুলনা হয় না। দর্শকের সঙ্গে বহু শিল্পী তাকে দিয়েছেন ঈশ্বরের স্থান। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউড থেকে হলিউডে চুটিয়ে কাজ করেছেন তিনি। সুরকার হিসেবে যতটা সফল, ততটাই গায়ক হিসেবে। যার প্রমাণ ‘বন্দে মাতরম’, ‘খাজা মেরে খাজা’ (যোধা আকবর) এর মতো হিট ট্র্যাক। মেধা, নিষ্ঠা, কঠোর পরিশ্রমের জাদুতে জিতে নিয়েছেন অস্কারের মতো পুরস্কার। আজ এআর রহমানের জন্মদিন।

এ আর রহমানের আসল নাম দিলীপ কুমার। এআর রহমান নামের আদ্যক্ষর ‘এআর’ এর অর্থ হল ‘আল্লাহ রাখা’। শুনলে হয়তো অবাক হবেন দূরদর্শনের সিরিয়াল ‘ওয়ান্ডার বেলুন’-এ একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

জেনে অবাক হওয়ার কথা, মার্কহামে (অন্টারিও, কানাডা) একটি রাস্তা রয়েছে যা তার সম্মানে নামকরণ করা হয়েছে! রাস্তাটিকে ‘আল্লাহ রাখা রহমান স্ট্রিট’ বলা হয়। এটি ২০১৩ সালে উদ্বোধন করা হয়েছিল।

এয়ারটেলের যে সিগনেচার টিউনটি শুনে শুনে দর্শকদের মুখস্থ সেটাও কমপোজ করেছেন এআর রহমান।

অনেকের অজানা, এ আর রহমান এবং তার ছেলে আমিনের জন্মদিনের একই তারিখ। ৬ জানুয়ারি। অস্কার বিজয়ী ট্র্যাক ‘জয় হো’ নিয়ে একসময় কম হইচই হয়নি। এটি প্রথমে সালমান খান অভিনীত ‘যুবরাজ’-এর জন্য তৈরি করা হয়েছিল!