তারেক রহমানকে ‘বিদেশি নাগরিক’ বললেন ওবায়দুল কাদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশি নাগরিক বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও বিদেশি নাগরিক তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই প্রশ্ন করেছেন তিনি।

আজ রোববার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন দেশের নাগরিক, তিনি কখন অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন, তা বলেননি ওবায়দুল কাদের।

সচিবালয়ে ব্রিফিং হিসেবে বলা হলেও এতে সাংবাদিকদের উপস্থিতি ছিল না। বরাবরের মতোই বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিকের উপস্থিতিতে নিজ দপ্তরে বসে লিখিত বক্তব্য পড়ে শোনান ওবায়দুল কাদের। পরে সেই বক্তব্যের ভিডিও ও লিখিত বার্তা গণমাধ্যমে পাঠানো হয়। করোনা মহামারি শুরুর পর থেকে বেশির ভাগ সময় এভাবেই সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ব্রিফ করে আসছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই নেতা ও মন্ত্রী। মাঝেমধ্যে তিনি সচিবালয়ের দপ্তরেও ব্রিফ করে থাকেন। পরে অবশ্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে মন্ত্রীকে বৈঠক করতে দেখা যায় ভিডিওতে।

ওবায়দুল কাদের লিখিত ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে বিএনপির অভিযোগের জবাব দেন। তিনি বলেন, ‘ধান ভানতে শিবের গীত’ গেয়ে চলেছেন বিএনপির নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন রেখে বলেন, ‘তারেক রহমানের মতো একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামির কত টাকা বিনিয়োগ করলে বিদেশি নাগরিকত্ব পাওয়া যায়? তারেক রহমান বিনিয়োগকৃত টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমেই বিদেশে পাচার করেছেন।’