ঢাবি উপাচার্যের বাসভবনে ‘প্রতিবাদী মোনাজাত’ পরীক্ষা নিয়ন্ত্রকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ঢুকে হঠাৎ করেই প্রতিবাদী মোনাজাত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। এ ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি হয়েছে। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, বাহালুল মানসিক অস্থিরতায় ভুগছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে এ অদ্ভুত ঘটনা ঘটে। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর সঙ্গে ছিলেন।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি ঢাবির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিউটি আকতার মারা যান। এ নিয়ে আজ বৃহস্পতিবার অফিসে মিলাদের আয়োজন করেন বাহালুল। তাতে উপাচার্য ও দুই উপ-উপাচার্য অংশ না নেওয়ায় রেজিস্ট্রার ভবন থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে মোনাজাত করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রার ভবন প্রাঙ্গণ থেকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ স্লোগান তুলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মিছিল সহকারে উপাচার্যের বাসভবনের সামনে যান বাহলুল। তারপর তিনি সবাইকে নিয়ে মোনাজাত করেন।

মোনাজাতে বাহালুল বলেন, ‘ভিসি-প্রোভিসি কেউ জানাজায় যাননি। ও আল্লাহ, তুমি দেখো। আল্লাহ গো, এই এতিম বাচ্চা নিয়ে আমি আসছি। কিচ্ছু চাই না, কোনো দাবি-দাওয়া নাই। জানাজায় আসার দরকার নাই, আমি আপনার (উপাচার্য) চাকরি করব না।’

তবে তিনি উপাচার্যের সঙ্গে দেখা করেননি। দোয়া করে পরীক্ষা নিয়ন্ত্রকসহ সবাই চলে যান। এ বিষয়ে জানতে বাহালুলকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘তিনি (বাহালুল) মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না। আমি তাঁর পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি, তাঁরাও বিষয়টি আমাকে জানিয়েছেন। কী করা যায় ভাবছি।’

গত বছর অক্টোবরে বিজ্ঞপ্তি না দিয়ে মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ, বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ অনিয়মের অনেক অভিযোগ রয়েছে বাহালুলের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন ঢাবি প্রশাসনের কাছে চিঠি দিয়ে তার বিষয়ে তথ্য চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠির জবাবও দেওয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্প্রচার করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এতে সামাজিকভাবে হেয় হওয়ায় বাহালুল হক মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তাঁর কার্যালয়ের একাধিক কর্মকর্তা।