ঢাকা ডমিনেটর্স কামব্যাক করবে, আশা তাসকিনের

বিপিএলের নবম আসরে ঢাকা ডমিনেটর্স ভালো ক্রিকেট খেলতে পারেনি। ঢাকা পর্বে জয়ে আসর শুরু হলেও পরের তিন ম্যাচে হেরেছে নাসির হোসেনের দল। তবে তাসকিন আহমেদ মনে করছেন, তাদের সামনে এখনও আট ম্যাচ আছে। যেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।

বুধবার সংবাদ মাধ্যমকে ডানহাতি পেসার বলেন, ‘আমাদের কামব্যাকের ভালো সম্ভাবনা আছে। এখনও আট ম্যাচ বাকি আছে। সিলেট ছাড়া বাকিদের কেউ দুইটার বেশি ম্যাচ জিততে পারেনি (বরিশাল তিনটি জিতেছ)। আমার মনে হয় এখনও অনেক সুযোগ আছে। এখনই হাল ছেড়ে দেওয়ার সুযোগ নেই।’

তাসকিন আহমেদ বেশ কিছু ম্যাচে ভালো বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন, এমন ম্যাচও গেছে তার। কিন্তু ফল দলের পক্ষে আসেনি। বিষয়টিকে ‘আনলাকি’ মনে করছেন তিনি, ‘হারি বা জিতি প্রক্রিয়ার বাইরে কিছু করার নেই। একদিন ভালো হবে, একদিন একটু খারাপ। নিজের কাজগুলো করতে হবে।’

ঢাকার মূল চিন্তার জায়গা ব্যাটিং। সৌম্য সরকারের মতো ব্যাটার রান দিতে পারছেন না। দল তার প্রতি আস্থা রাখছে। কিন্তু তিনি প্রতিদান দিতে পারছেন না। বিষয়টি নিয়ে তাসকিন বলেন, ‘অনুশীলনে ভালো ব্যাটিং করেছে সৌম্য। ওর প্রতি দলের বিশ্বাস আছে। ও অবশ্যই কামব্যাক করবে। মাঝে মধ্যে ব্যাটসম্যানদের একটু ব্যাডপ্যাচ যায়।’

চট্টগ্রামের উইকেটে কিছুটা বিস্মিত হয়েছেন তাসকিনরা। বল লো হচ্ছে, পেসারদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। চট্টগ্রামে রান হলেও আবহাওয়ার কারণে রান কম হচ্ছে বলে মনে করেন তাসকিন। রাতের ম্যাচে শিশিরের কারণে পেসারদের জন্য কঠিন হয়। তিনি মনে করেন, এখন পর্যন্ত তিনি ভালো করেছেন। যে কটা উইকেট পেয়েছেন ভালো বলেই পেয়েছেন। এছাড়া মাশরাফির সঙ্গেও বোলিং নিয়ে কথা বলেছেন তিনি। যদিও ম্যাশের পরামর্শ শেয়ার করেননি এই পেস তারকা।