ডিবিতে হস্তান্তর রোজিনা ইসলামের মামলা

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক নিরঅপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন।

ওবায়দুল কাদের শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের চার দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। এ অনুষ্ঠানে চারটি হাসপাতালে চারটি হাই ফ্লো নাজাল ক্যানুলা ও চারটি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তাসামগ্রী বিতরণ করা হয়। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ বুধবার সকালে এ অনুষ্ঠান হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

image_pdfimage_print