উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর। দেশটির বিচার বিভাগ এই বিষয়টি অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায় , অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল কারণ তার নাগরিকত্বের ক্ষেত্রে নানা অসঙ্গতি রয়েছে এবং স্বাক্ষরেও ভিন্নতা রয়েছে, ফিও ঠিকমতো পরিশোধ করা হয়নি।
তবে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পভেদা জানিয়েছেন, অ্যাসাঞ্জ আদালতে উপস্থিত হতে পারেননি। সঠিক পদ্ধতিতে তার নাগরিকত্ব বাতিল করা হয়নি। তারা এর বিরুদ্ধে আপিল করবেন।
২০১২ সালের জুন থেকে ৮ বছরের বেশি সময় ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের বেলমার্সা কারাগারে আটক রয়েছেন। গত জানুয়ারিতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার কথা জানিয়েছিল আদালত।