জিম্বাবুয়ের সেই ঘটনায় দল থেকে বাদ জাহানারা!

কিছুদিন আগে বিশ্বসেরা ১২ জন সুন্দরী ক্রিকেটারের তালিকায় নাম উঠেছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার জাহানারা আলমের।

বিষয়টি নিয়ে খোশমেজাজেই ছিলেন এই তারকা ক্রিকেটার।

আর এবার দুঃসংবাদ শুনতে হলো তাকে। একাদশ থেকেই বাদ পড়লেন তিনি।

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২–এ এই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের জন্য শনিবার ১৫ সদস্যের দলে ঘোষণা করেছে বিসিবি। সেখানে ঠাঁই মেলেনি ২৮ বছরের এই পেসারের।

দল থেকে এভাবে বাদ পড়ার পেছনের কারণ শৃঙ্খলা ভঙ্গ। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ করেছে জাহানারা, সেটার জন্য আরও কঠিন শাস্তি পেতে পারত সে। আমরা শুধু সতর্ক করার জন্য তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদ দিয়েছি।’

বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মূল দলে না রাখা হলেও জাহানারাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে জানিয়েছেন নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম।

তিনি বলেছেন, তরুণদের সুযোগ দিতেই জাহানারাকে ১৫ জনের দলে না রেখে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বাংলাদেশ নারী দল: 

নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।

স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।