জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের সংযোগ আবারও বিচ্ছিন্ন

বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় আবারও ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার গ্রিড থেকে মূল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের পারমাণবিক শক্তি সংস্থা এনারগোটমের বরাতে আল-জাজিরা জানায়, রুশ হামলায় বিদ্যুৎ কেন্দ্রের উচ্চ ভোল্টেজের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই কেন্দ্রের মূল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সংস্থাটি বলছে, বর্তমানে ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির শুধুমাত্র ডিজেল জেনারেটরের সংযোগ অক্ষত রয়েছে। জেনারেটর চালানোর জন্য পাওয়ার প্ল্যান্টে মজুদ আছে মাত্র ১৫ দিনের জ্বালানি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে কেন্দ্রটির ভবিষ্যৎ কার্যক্রম।

সাম্প্রতি কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে দোষারোপ করে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার পর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে মস্কো।

ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, রাশিয়া তার অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলোকে ধরে রাখার চেষ্টা করছে। রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি ও শক্তি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

ফলস্বরূপ, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। একাধিক অঞ্চলে কমেছে জলের সরবরাহ।

উল্লেখ্য, ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে থাকলেও তা মূলত ইউক্রেনীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কে কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক লড়াই করেছে দেশ দু’টি। তবে শেষ পর্যন্ত মস্কোর নিয়ন্ত্রণে চলে যায় কেন্দ্রিটি।

image_pdfimage_print