ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার মাচালে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং সেনাবাহিনীর অন্য দুই জওয়ান নিহত হয়েছে। দুর্ঘটনার প্রায় ১২ ঘণ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সেনাবাহিনীর গাড়িটি বরফে ঢাকা রাস্তা পার হওয়ার সময় ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই অন্যান্য জওয়ানদের সাথে নিকটস্থ সেনা চৌকির জওয়ানরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। পরে সকালে তিন সেনার মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী। খবর এনডিটিভি’র।
নিহতরা হলেন, জম্মুর বাসিন্দা নায়েব সুবেদার পুরুষোত্তম কুমার (৪৩), হিমাচল প্রদেশের মান্দওয়ারা গ্রামের বাসিন্দা হাবিলদার অমরিক সিং (৩৯) এবং হিমাচল প্রদেশের জওয়ান অমিত শর্মা (২৩)।
নিহত তিনজনই ডোগরা রেজিমেন্টের ১৪তম ব্যাটালিয়নের সদস্য।
বুধবার সেনা সূত্রে জানা যায়, নিহত তিন সেনার মধ্যে এক জন ‘জেসিও’ (জুনিয়র কমিশনড অফিসার) এবং দুই জন ‘ওআর’ রয়েছেন। সেনারা যে এলাকায় খাদে পড়েছিলেন সেটি তুষারময় এলাকা ছিল।
এর আগে গত নভেম্বর মাসেও ওই অঞ্চলে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সে সময় তুষারধসে তিন সেনা নিহত হয়েছিল।