একাদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-১৪ আসনে জনপ্রিয় ও সাংগঠনিক দক্ষ প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। এ ব্যাপারে দলের হাইকমান্ডের নির্দেশে সাংগঠনিক ও একাধিক সংস্থা মাঠ জরিপ করছেন। দলের জন্য নিবেদিত, নিজ এলাকায় সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত ও অধিকতর জনপ্রিয়-এমন যোগ্য নেতা খুঁজছেন তারা। এই উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও আগে থেকে মাঠ জরিপ করে রাখছে চায় আওয়ামী লীগ।
জানা গেছে, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অর্ধশত। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, ঢাকার ১৪ আসনে প্রায় অর্ধশত প্রার্থীর নাম শোনা গেলেও আসলামুল হকের মতো জনপ্রিয় দক্ষ প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। আর কে হবেন আসলামুল হকের যোগ্য উত্তরসূরি তা নিয়ে নানা হিসাব কষছেন নীতিনির্ধারকরা। এদিকে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করে নিজের পরিচয় জানান দিচ্ছেন।
এলাকা মনোনয়নপ্রত্যাশীদের ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। দোয়া ও ইফতার মাহফিল, ভার্চুয়াল সভাসহ ঘরোয়া ও বাইরের নানা অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হচ্ছেন। আলোচনায় আছেন আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাজী ফরিদুল হক হ্যাপী ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আসলামুল হকের দলীয় সকল কর্মকাণ্ড সফল করার মূলে ছিলেন কাজী ফরিদুল হক হ্যাপি। এ কারণে আসলামের খুবই কাছের মানুষ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই মিরপুরের রাজনীতিতে পরিচিত মুখ হ্যাপী করোনা মহামারির মধ্যেও মানবতার ডাকঘরের মাধ্যমে এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিয়ে প্রশংসিত হন।