রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের নির্দেশেই বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর একের পর এক হামলা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে ‘বাপের বেটা’ বলে বাহবা দিয়েছেন। তাদের আরও হামলা করার জন্য উৎসাহিত করেছেন, এটা গণমাধ্যমেও এসেছে।
রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে খুলনা, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি ও নোয়াখালীর বেগমগঞ্জে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগ খুলনা, নারায়ণগঞ্জে হামলা চালিয়ে হামলা চালিয়ে দুস্থদের খাবার খিচুড়ির হাঁড়িসুদ্ধ নিয়ে চলে গেছে। এভাবে তারা এখনো নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে।