‘চোখ’ দিয়ে হলে ফিরছে নতুন ছবি

করোনাকালে বেশিরভাগ সিনেমা হলই বন্ধ ছিল। তবে যেগুলো খোলা ছিল সেগুলোতেও নতুন ছবির দেখা মিলছিল না। ফলে প্রতিদিনই লোকসানের পাল্লা ভারি হচ্ছিল হল মালিকদের। এ নিয়ে বারবার নতুন ছবি মুক্তির কথা বলছিলেন তারা। পাশাপাশি দর্শকরাও ছিলেন নতুন ছবির অপেক্ষায়। তবে এবার নতুন ছবির খরা কাটছে। ‘চোখ’ শিরোনামের একটি ছবির মাধ্যমে হলে ফিরছে নতুন ছবি

গান দিয়ে শেষ হলো নিরব-বুবলীর 'চোখ'

আজ সারাদেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। নতুন এই ছবিটির মাধ্যমে বেশ কয়েকটি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলও খুলছে বলে জানা গেছে। এমন খবর আশা জাগাচ্ছে সিনেমা হল মালিক থেকে শুরু করে সংশ্লিষ্ট কলাকুশলীদের।

গান দিয়ে শেষ হলো নিরব-বুবলীর 'চোখ'

এ প্রসঙ্গে ‘চোখ’ ছবিটির প্রযোজক সেলিম খান বলেন, ‘দেখুন, মুক্তির মিছিলে কিন্তু কয়েক ডজন সিনেমা রয়েছে। কিন্তু আমাদের সিনেমার বাজার তো খুব বেশি বড় না। তার ওপর করোনার কারণে বেশিরভাগ হল বন্ধ ছিল। তাই ইচ্ছে থাকলেও নতুন ছবির ঝুঁকি কেউ নিতে চায়নি। তবে দীর্ঘদিন পর হলে নতুন ছবি আসছে এবং বন্ধ হয়ে যাওয়া হল খোলার খবর অবশ্যই আমাদের আশা জাগানিয়া।

‘চোখ’ ছবিটিতে জুটি বেঁধে পর্দায় আসছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী। এছাড়াও রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অনেককেই দেখা যাবে ছবিটিতে। দীর্ঘদিন পর হলে নতুন ছবি মুক্তি পেলেও বরাবরের মতোই প্রচারণায় ঘাটতি লক্ষ্য করা গেছে। এমন অবস্থায় দর্শকরা কতটা হলমুখী হবে এ নিয়েও শঙ্কা রয়েছে।

তবে এ নিয়ে দারুণ আশাবাদী ছবিটির নায়ক নিরব। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর হলে নতুন ছবি আসছে এটা সত্যি অনেক আনন্দের বিষয়। দর্শকরাও প্রায় দেড় বছর নতুন ছবির স্বাদ পায়নি। তারা নতুন ছবির জন্য মুখিয়ে আছেন। তাই আমার মনে হয়, দর্শকরা আবার হলমুখী হবেন। দর্শকদের বলবো হলে এসে ছবিটি দেখার জন্য।’

বুবলী কোথায়? জানালেন তার বোনPrimenewsbd

এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খান ছাড়া পর্দায় আসছেন বুবলী। তিনি বলেন, ‘অনেকদিন পর হলে নতুন ছবি মুক্তি শুরু হচ্ছে, সেটাও আবার আমার ছবির মাধ্যমে। এটা আমার জন্য বিশেষ পাওয়া। আশা করছি আমার নতুন এই ছবিটি দর্শকরা সাদরে গ্রহণ করবেন। অনেক সুন্দর একটি গল্পে ছবিটি নির্মিত হয়েছে। দীর্ঘদিন পর নতুন ছবি দেখার তৃষ্ণা মোটানোর পাশাপাশি দারুণ অনুভূতি নিয়ে দর্শকরা বাড়ি ফিরতে পারবেন।’

image_pdfimage_print