করোনার নতুন ঢেউয়ে বিধ্বস্ত চীন। করোনা আক্রান্তদের সঠিক সংখ্যা প্রকাশ্যে না আনার অভিযোগ রয়েছে চীনা প্রশাসনের বিরুদ্ধে। এবার জানা গেলো, গত ১১ জানুয়ারি পর্যন্ত চীনে মোট ৯০০ মিলিয়ন মানুষ বা ৯০ কোটি চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছে। এ তথ্য প্রকাশ্যে এনেছে চীনের এক বিশ্ববিদ্যালয়। খবর বিবিসির।
সম্প্রতি বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটি এ নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, চীনের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ মানুষ এখন করোনা আক্রান্ত।
সমীক্ষায় বলা হয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৯১ শতাংশ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে। প্রদেশটির মোট ২৩৯ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত। এছাড়া ইউনান প্রদেশে ৮৪ শতাংশ এবং কিংহাই প্রদেশের ৮০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত।
এ সংক্রমণ আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, চান্দ্র নববর্ষ উদযাপনকে ঘিরে করোনা সংক্রমণ আরও বাড়বে। চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সাবেক প্রধান জেং গুয়াং এর মতে, এই সংকট আরও দুই-তিন মাস স্থায়ী হবে। চীনের গ্রাম্য এলাকায় বৃদ্ধ এবং বিশেষকরে প্রতিবন্ধীরা করোনার যথাযথ চিকিৎসা পাচ্ছে না বলেও বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান জেং গুয়াং।