চার মাস পর প্রকাশ্যে রিজভী

করোনা আক্রান্তের চার মাস পর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সুস্থ হয়ে প্রকাশ্যে এলেন। গতকাল সোমবার মোহাম্মদপুর থানা ছাত্রদলের প্রয়াত যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়ে উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে রিজভী প্রকাশ্যে এলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে রিজভীর আদাবরের বাসভবনের নিচে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ।