দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় পদত্যাগ করলেন ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। শুক্রবার (২ জুলাই) রাজ্য গভর্নরের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
এক বিবৃতিতে তিরথ সিং রাওয়াত বলেন, সাংবিধানিক সংকটের মধ্যে আমি মনে করছি, পদত্যাগ করার জন্য এটাই সঠিক সময়। মহামারি করোনাভাইরাসের কারণে বাইপলস অনুষ্ঠিত হতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে গত তিন দিন ধরেই দিল্লিতে অবস্থান করছিলেন তিরথ সিং রাওয়াত। শুক্রবার বিকেলে সেখানে ক্ষমতাসীনরা তাকে পদত্যাগ করতে বলেছেন। এরপরেই তিনি উত্তরাখণ্ডের গভর্নর বেবি রানী মৌর্যর সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেন।
তবে গভর্নরের সঙ্গে বৈঠকের আগেই বিজেপির দলীয় প্রধান জেপি নদ্দার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। আজ শনিবার রাজ্য বিজেপির এমএলএরা তাদের নতুন নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসবেন বলে জানা গেছে।
আগামী বছর উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে গত মার্চ মাসে পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র রাওয়াতের বিরুদ্ধে তীব্র মতবিরোধের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিরথ সিং রাওয়াত।