চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.১ %: এডিবি

 

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ প্রকাশিত এপ্রিল মাসের ডেভেলপমেন্ট আউটলুকে এডিবি জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।

এর আগে ডিসেম্বর মাসে এডিবি বলেছিল, ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ তাংশ। তার আগের পূর্বাভাসে তারা বলেছিল, প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ।