চলচ্চিত্রে প্রথম তাঁরা

লম্বা সময় ধরে অডিও মাধ্যমে কাজ করেছেন জুয়েল মোর্শেদ। নিজে যেমন গান গেয়েছেন, অন্যের জন্যও সুর আর সংগীত পরিচালনা করেছেন। এবারই প্রথম চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর। ‘পাপ’ নামের এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি গানের সংগীত পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি এই গানের রেকর্ডিং ও দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সুহৃদ সুফিয়ানের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ড ‘সাবকনশাস’-এর সদস্য নাবিলা রাহনুম। এই গানের র‍্যাপ করেছেন টুকু নামের এক নারী শিল্পী।চারজনেরই এটি প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে সম্পৃক্ত হওয়া। সৈকত নাসির পরিচালিত এই চলচ্চিত্রের গানে পর্দায় দেখা যাবে নায়িকা ববি ও জাকিয়া মাহাকে।সংগীত পরিচালনা প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘অডিও মাধ্যমে অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। কিন্তু চলচ্চিত্রে তো সুযোগ হয়নি। তাই টেনশনও ছিল। যে যা–ই বলুক, সবারই একটা স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরাও সবাই যেহেতু প্রথমবার কোনো গান করার সুযোগ পেলাম, নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পরিচালক ও প্রযোজক আমাদের কাজ পছন্দ করেছেন। আমাদেরও কষ্ট সার্থক হয়েছে।’ ২০১০ সালে প্রকাশিত হয় জুয়েলের প্রথম একক অ্যালবাম ‘একলা প্রথম’। তবে তিনি সুরকার-সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন তার দুই বছর আগে। ‘বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি’, ‘শুধু তোরে’, ‘বড় শূন্য শূন্য লাগে’সহ কয়েকটি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন জুয়েল।