চরিত্রের প্রয়োজনে ঝুঁকি নিয়েছি

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিমানবন্দরে নিজের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিলেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। দুঃসাহসিক এই কাজের ছবি প্রকাশে আসতেই পরিনীতির ভূয়সী প্রশংসা করছেন অনেকেই।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে শুটিং শুরু করেছেন তিনি। ‘উঞ্চাই’ শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা সুরজ বরজাতিয়া। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি একজন টুরিস্ট গাইডের ভূমিকায় পরিনীতির দেখা মিলবে। যিনি অমিতাভ বচ্চন, অনুপম খেরের মতো অভিনেতার গাইড হিসেবে নিজেকে উপস্থাপন করবে।

এ নিয়ে পরিনীতি বলেন, ‘আমি বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করি। প্রতিটি সিনেমায় নিজেকে নতুনরূপে প্রকাশ করাই আমার লক্ষ্য থাকে। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। অমিতাভ, অনুপম স্যারের মতো অভিনেতার দুঃসাহসিক অভিযানের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাছাড়া সিনেমাটির গল্প ও নিজের চরিত্রের প্রয়োজনে ঝুঁকি নিতে দ্বিধা করিনি। এরইমধ্যে আমরা প্রথম লটের বেশকিছু দৃশ্যের শুটিং সম্পন্ন করেছি। আশা করছি, দারুণ একটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসতে পারব। দারুণ অনুভূতি নিয়ে তারা বাড়ি ফিরতে পারবেন।’

image_pdfimage_print