নতুন প্রযুক্তির উদ্ভাবন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ। এজন্য দরকার তরুণ প্রজন্মকে এসবে আরও দক্ষ আর উদ্ভাবনী করে গড়ে তোলা।
বুধবার (১৫ মার্চ) চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষতা সংক্রান্ত এক সামিটের উদ্বোধন করে একথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চলছে ২ দিনের আন্তর্জাতিক এ সামিট। কয়েকটি সেশনে কর্মশালা, প্রশিক্ষণ আর সংলাপের আয়োজন থাকছে এ সামিটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টিদের সাথে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের স্কলাররা। আলোচনা হবে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিক সেবার মতো জনকল্যাণমূলক নানান খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিত্যনতুন উদ্ভবন নিয়ে।
শিল্প বিপ্লবের দক্ষতা সামিটের উদ্বোধনী আলোচনায় নানান তথ্য উপাত্ত দিয়ে আলোচকরা বলেন বাংলাদেশে এর অবারিত সম্ভাবনার কথা। তারা জানান, উচ্চ শিক্ষার আওতায় শিক্ষার্থীরা বৈজ্ঞানিকভাবে দক্ষ হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেই আসতে পারে আবিস্কারের নানান আইডিয়া। সাথে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলেই প্রযুক্তির এ বিপ্লবে এগিয়ে থাকতে পারে দেশ। মন্ত্রী জানান, সরকারের তরফ থেকে পৃষ্ঠপোষকতার দরজা খোলা আছে।