‘অশনি’ মোকাবিলায় কক্সবাজার জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগের পূর্বে এবং পরবর্তীতে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তৈরি করা খাদ্য মজুদ, প্রয়োজনে পর্যাপ্ত যানবাহন, সুপেয় পানি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খোরশেদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি,ব্যবসায়ীদের প্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রেডক্রস কর্মী-স্বেচ্ছাসেবক, সিপিপি স্বেচ্ছাসেবক, রোভার স্কাউট, স্কাউট সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গ্রাম-মহল্লা কেন্দ্রিক বিভিন্ন সমাজসেবী সংগঠনের কর্মীদের দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বলা হয়েছে।