বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভায় স্থানীয় যুবলীগের নেতা–কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলামের বাড়িতে সভা চলাকালে হামলার এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার নেতা–কর্মীরা হলেন বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম (৪৭), সাংগঠনিক সম্পাদক মো. রুহুল গাজী (৫০), ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মন্টু খান (৪৫), বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সহসম্পাদক কাইয়ুম খান (৩৮), ইউনিয়ন যুবদল কর্মী মো. এনায়েত হোসেন (৩২), জাফর খান (৩৩), সাইফুল ইসলাম (৩০), রেজাউল মোল্লা (৩৪), সামিউল ব্যাপারী (৩০), ইউনিয়ন ছাত্রদলের কর্মী আকাশ খন্দকার (২৬), মো. মুন্না আহম্মেদ (২৪) ও ইখতিয়ার তালুকদার (৩৬)।