গোল না পেলেও আবারও ম্যাচের নায়ক নেইমার। প্লেমেকার হিসেবে দুর্দান্ত ভূমিকা রেখে সান্তোসকে এনে দিলেন দাপুটে জয়। ব্রাজিলিয়ান সেরি আ-র শেষ ম্যাচে ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবেই লিগ শেষ করেছে সান্তোস। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেছেন, হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে তাকে।
এই ম্যাচ দিয়েই সান্তোসের জার্সিতে ১৫০ ম্যাচ পূর্ণ করেন নেইমার। ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে তাকে সম্মাননা দেওয়া হয়। স্মারক গ্রহণের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা। এরপর মাঠে নেমে প্রাণবন্ত পারফরম্যান্সে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।
তিন ম্যাচ আগেও অবনমনের শঙ্কায় থাকা সান্তোস টানা তিন জয়ে লিগ শেষ করল পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে। অন্য দলগুলোর ফলাফল অনুকূলে থাকায় শেষ ম্যাচে জয় খুব একটা জরুরি ছিল না। তবুও পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা শক্তিশালী ক্রুজেইরোকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী শেষ করেছে তারা মৌসুম।
এই টানা তিন ম্যাচেই হাঁটুর চোট নিয়ে খেলেছেন নেইমার। আগের ম্যাচে করেন হ্যাটট্রিক, তার আগের ম্যাচেও করেন একটি গোল। চোট নিয়েও দলকে টিকিয়ে রাখতে তার ত্যাগ ছিল চোখে পড়ার মতো।
সৌদি ক্লাব আল হিলালে দীর্ঘ চোটের অধ্যায় শেষে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার আশায় চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে এখানেও সময়টা খুব একটা আদর্শ কাটেনি। মৌসুমের ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১৯টিতে মাঠে নামতে পেরেছেন। এর মধ্যে সব ম্যাচেই ছিলেন না শুরুর একাদশে। গোল করেছেন ৮টি, পাশাপাশি জড়িয়েছেন নানা বিতর্কেও।
শেষটা অবশ্য স্মরণীয় করেই রাখলেন তিনি। ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি এখানে এসেছিলাম দলকে সর্বোচ্চটা দিতে। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমাকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা না থাকলে এমন পরিস্থিতে খেলতে পারতাম না। এখন কিছুটা বিশ্রাম দরকার, এরপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।”







