গৃহযুদ্ধের মুখে আফগানরা

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ায় আফগানিস্তানে নিরাপত্তা–সংকট আরও নাজুক হয়ে উঠেছে। মার্কিন বাহিনী বাগরাম ঘাঁটি থেকে এই প্রতিরক্ষাব্যবস্থার অনেকটাই নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে অনেকটা চুপিসারে ঘাঁটি ছাড়ে মার্কিন সেনারা। ফলে আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অরক্ষিত হয়েছে পড়েছে। এটা আফগান সরকারের ক্ষমতার খুঁটি নড়বড়ে করে দিয়েছে।