ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনেতা শরীফুল রাজকে ঘিরে কয়েকমাস ধরে আলোচনায়। সে আলোচনা পূর্ণতা পেয়েছে পরীমনির মা হওয়ার খবরে।
নায়িকা মা হতে যাচ্ছেন। তার সন্তানের বাবা শরীফুল রাজ। নিজেরাই জানিয়েছেন এ খুশির খবর। কবে বিয়ে করেছিলেন? উত্তরে সংবাদমাধ্যমে রাজ বলেছিলেন, ১৭ অক্টোবর বিয়ে করেছি।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে হঠাৎ করে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন পরীমনি। বেশ ঘটা করেই তাদের হলুদ সম্পন্ন হয়েছে। ঘরোয়া এ আয়োজনে কয়েকজন নির্মাতা ও রাজ-পরীর কাছের মানুষজন উপস্থিত ছিলেন।
শনিবার (২২ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। জানা গেছে, বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও হাতে গোনা কয়েকজন শোবিজকর্মী উপস্থিত থাকবেন।
এই নির্মাতার ‘গুনিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রাজ-পরী। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তারা। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত। গত ১০ জানুয়ারি তারা জানিয়েছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন! এরমধ্যে বাবা-মা হতে চলেছেন তারা।
রাজ-পরীর প্রেমের বিষয়টি টের পেয়েছিল শোবিজের অনেকেই। পরীমনির গেল জন্মদিনে তাদের অন্তরঙ্গতাও প্রকাশ পেয়েছে বেশ।