গাজীপুরের নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তার ছেলে জাহাঙ্গীর আলম। এ জন্য গাজীপুরের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শুক্রবার (২৬ মে) সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর বলেন, নগরবাসীর সেবায় সবসময় ঘরের দরজা খোলা থাকবে। সুশাসনের জন্য সবাইকে নিয়ে এলাকাভিত্তিক কাজ করবেন মা জায়েদা খাতুন। গাজীপুরের উন্নয়নে মায়ের সাথে নির্বাচন করা ৭ প্রার্থীর সবার সহযোগিতা নেয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা কারোর সাথে দ্বন্দ্ব চাই না। সবাইকে নিয়ে কাজ করতে চাই। আর প্রধানমন্ত্রীর কাছ থেকে ন্যায় বিচার পাওয়া শুরু করেছি বলেও জানান জাহাঙ্গীর আলম।