ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের যুবক নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন মামলার প্রধান আসামি করিমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই মামলার আরেক আসামি করিমুলের স্ত্রী সেলিনা আকতারকে গ্রেফতার করে পুলিশ।
ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল একই এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনিকে প্রেম করে বিয়ে করে। এর জেরে গত ২০ সেপ্টেম্বর করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় নাসিরুলের বাবা থানায় লিখিত এজাহার দাখিল করেন। গুরুতর অসুস্থ নাসিরুল বর্তমানে রংপুরে চিকিৎসাধীন আছে।
রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল করিমুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।’