রাজধানী হচ্ছে ইয়াবা ও গাঁজার বড় বাজার। এক দিনের পরিসংখ্যানে এর বাস্তব চিত্র বোঝা যায়। গতকাল মঙ্গলবার রাজধানীতে জব্দ করা হয়েছে প্রায় ৪০ হাজার ইয়াবা ও ১৬ কেজি গাঁজা। আর এসব ইয়াবার একটি অংশ আনা হয় আকাশপথে পাকস্থলীতে করে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা স্বীকার করেছেন, রাজধানীতে ইয়াবা ও গাঁজার চালান প্রতিদিন বাড়ছে। তিনি বলেন, যা ধরা পড়ে তার কয়েক গুণ বেশি আসছে এসব মাদক।
কারণ হিসেবে তিনি বলছেন, ইয়াবার প্রধান রুট কক্সবাজার। ক্রসফায়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে ইয়াবা ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। আর রাজধানী বরাবরই ইয়াবা বা গাঁজার বড় বাজার। এখানে ইয়াবা ও গাঁজাসেবীর সংখ্যাও বেশি। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ইচ্ছা করলেও পর্যাপ্তসংখ্যক অভিযান চালাতে পারে না। তাদের জনবল ও যানবাহনেরর সংকট রয়েছে। অভিযান চালাতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হয়।
রাজধানীতে ইয়াবা ও গাঁজার চালান বৃদ্ধির ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) অঞ্চলের অতিরিক্ত পরিচালক মানজাহারুল ইসলাম বলেন, লকডাউন উঠে যাওয়ার কারণে এখন বিভিন্ন পথে রাজধানীতে আনা হচ্ছে ইয়াবা ও গাঁজার চালান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের চিত্তবিনোদনের সুযোগ বেড়ে গেলেই মাদকের চাহিদা বাড়ে। আর মাদকের চাহিদা থাকার কারণে বিভিন্ন উপায়ে মাদক কারবারিরা ইয়াবা ও গাঁজা আনে।
পাকস্থলীতে বিপুল পরিমাণে ইয়াবা: গতকাল কক্সবাজার থেকে পাকস্থলীতে করে প্রায় ৩ হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকায় আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।