বিরাট কোহলি এ মুহূর্তে ভারতের ‘বিরাট’ এক প্রশ্ন। কোনোভাবেই যে রান পাচ্ছেন না ভারতের সেরা এই ব্যাটসম্যান। বিশ্রাম শেষে এজবাস্টন টেস্টে খেলেও ব্যর্থ। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৩১। প্রথম ইনিংসে ম্যাথু পটসের অফ স্টাম্পের বাইরের বল শেষ মুহূর্তে ছাড়তে গিয়ে টেনে এনেছেন স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে অফ স্টাম্পের বলে খোঁচা দিয়ে ক্যাচ দেন জো রুটকে। এমনিতেই ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি ৭০ শতকের মালিক কোহলি, আইপিএল গেছে যাচ্ছেতাই। কোহলির বর্তমান ফর্ম তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও কোথাও কোথাও প্রশ্ন তুলে দিয়েছে।বিরাট কোহলি এ মুহূর্তে ভারতের ‘বিরাট’ এক প্রশ্ন। কোনোভাবেই যে রান পাচ্ছেন না ভারতের সেরা এই ব্যাটসম্যান। বিশ্রাম শেষে এজবাস্টন টেস্টে খেলেও ব্যর্থ। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৩১। প্রথম ইনিংসে ম্যাথু পটসের অফ স্টাম্পের বাইরের বল শেষ মুহূর্তে ছাড়তে গিয়ে টেনে এনেছেন স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে অফ স্টাম্পের বলে খোঁচা দিয়ে ক্যাচ দেন জো রুটকে। এমনিতেই ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি ৭০ শতকের মালিক কোহলি, আইপিএল গেছে যাচ্ছেতাই। কোহলির বর্তমান ফর্ম তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও কোথাও কোথাও প্রশ্ন তুলে দিয়েছে।বয়সের কারণেই বাড়িতে বসেই ক্রিকেট উপভোগ করেন বয়কট। কোহলির ব্যাটিংও তাঁর নজর এড়ায়নি। তিনি মনে করেন, কোহলি বারবার অফ স্টাম্পের বাইরের বল টেনে নিয়ে আসছেন নিজের কাছে, ‘কোহলি অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে নিয়ে আসছে। কারণ, সে দ্বিধা করছে ব্যাটিংয়ের সময়। সামনের পায়ে এসে সে বুঝতে পারছে না, কী করবে। খুব বাজে ফর্মে থাকলে এমনটা হয়। তাঁর ব্যাটিং দেখেই মনে হচ্ছে সে ফর্ম নেই। সে ব্যাটে ঠিকভাবে বল লাগাতে পারছে না।’