কাল থেকে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন বন্ধ, মেট্রো-বাস অর্ধেক: মমতা

পশ্চিমবঙ্গের টানা তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই কোভিড মোকাবিলায় উদ্যোগী হয়েছেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) নবান্নে বৈঠক শেষ করে সংবাদ সম্মেলন করেন তিনি। তাতে বৃহস্পতিবার (৬ মে) থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করেন তিনি। এছাড়া মেট্রো ও বাসের সংখ্যাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। এসব খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা যায়, বিমানযাত্রার ক্ষেত্রে কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন মমতা। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে গুরুত্ব দিয়ে আসছে সরকার। বুধবার মমতা বলেন, ‘সকলকে আবশ্যিক ভাবে মাস্ক পরতেই হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।’ সরকারি এবং বেসরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করাতে হবে বলে জানিয়েছেন মমতা।

শপিং মল, রেস্তরাঁ, পানশালা সব বন্ধ থাকবে। তবে এখনই লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মমতা।