কান্নাভেজা চোখে পেশাদার টেনিসকে বিদায় জানালেন কিংবদন্তী টেনিস তারকা রজার ফেদেরার।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) লন্ডনের ওটু অ্যারেনায় লেভার কাপের ম্যাচে শেষবারের মতো কোর্টে নামেন ফেদেরার। এসময় তার জুটি ছিলেন আরেক তারকা রাফায়েল নাদাল।
তবে শেষ ম্যাচে জয় পাননি ফেদেরার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪-৬, ৭-৬(৭-২), ১১-৯ গেমে জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফোর কাছে হেরে যান ফেদেরার-নাদাল জুটি।
কোর্ট ছাড়ার সময় দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান ৪১ বছর বয়সী এই কিংবদন্তীকে। অশ্রুপূর্ণ চোখে নাদাল ও অন্যান্য খেলোয়াড়দের জড়িয়ে ধরে বিদায় জানান তিনি। এসময় হাজার হাজার দর্শক তার নামে স্লোগান দিচ্ছিলেন।
এটি একটি দারুণ দিন ছিল। আমি খুশি, দুঃখিত নই। এখানে অসাধারণ লাগছে। আমি খুশি যে এই পর্যন্ত আসতে পেরেছি’, বলেন ফেদেরার।
গ্যালারিতে ফেদেরারের পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জীবনে সবসময় পাশে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান স্ত্রী মিরকা ফেদেরারকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান বাবা-মাকে।
২০২১ উইম্বলডন কোয়ার্টার ফাইনালের পর চোটের কারণে আর কোর্টে নামতে না পারা ফেদেরার গত সপ্তাহে অবসরের ঘোষণা দেন।
উইম্বলডনে রেকর্ড আট, ইউএস ওপেনে টানা পাঁচ, অস্ট্রেলিয়ান ওপেনে ছয় ও ফরাসি ওপেনে এক-মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই সুইস খেলোয়াড়কে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে যাত্রা শুরু হয় তার।