কানাডার টরন্টোতে একটি আবাসিক ভবনে বন্দুকধারী গুলি চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হন। খবর বিবিসির।
খবরে বলা হয়, টরন্টো শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ভগান শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দুকধারী এ হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযান চালায়। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হন।
ইয়র্ক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন বলেছেন, ভবনের ভিন্ন ভিন্ন ফ্ল্যাট থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। ভবনটি এখন নিরাপদ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তিদের সঙ্গে ওই বন্দুকধারীর কোনো সম্পর্ক ছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।