তিন মাস পরেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে বিশ্বকাপের আসর। এই ফুটবল মহাযজ্ঞে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।
মঙ্গলবার (২৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব গতকাল সোমবার এ কথা জানান। চুক্তির আওতায় কাতারে সেনা পাঠাবে পাকিস্তান। দোহা ও ইসলামাবাদের মধ্যে খসড়া চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদিনই কাতার সফরে যাবেন। তবে কখন দুই দেশের মধ্যে চুক্তিটি সই হবে তা এখনও নিশ্চিত নয়।
পাকিস্তানের মন্ত্রিপরিষদের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, কাতার আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপে নিরাপত্তার বিষয়ে তাদের সহায়তা চেয়েছে।
প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। পরের ম্যাচে ইংল্যান্ড খেলবে ইরানের বিরুদ্ধে। আসরে মোট ৩২ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ডিসেম্বরের ১৮ তারিখে ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে।