করোনার ডেলটা ধরন আলফা ধরনের চেয়ে ৬০ শতাংশেরও বেশি সংক্রামক বলে জানিয়েছে ব্রিটিশ সরকার ব্রিটেনে করোনার আলফা ধরনের সংক্রমণের কারণে জানুয়ারিতে তিন মাসের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল।
ব্রিটেনে আগামী ২১ জুন থেকে সামাজিক দূরত্বে বিধি নিষেধ তুলে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ভারতে প্রথম দেখা দেয়া ডেলটা ধরনের সংক্রমণ ব্রিটেনেও বাড়তে থাকায় এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে ব্রিটেনে ফেব্রুয়ারির পর থেকে প্রতি দিনই সংক্রমণ সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল সাত হাজার ৩৯৩ জন। নতুন সংক্রমণের ৯০ শতাংশেরও বেশি ডেলটা ধরন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হেনকক বলেছেন, অধিকাংশ করোনার রোগী টিকার একটি ডোজও নেয়নি। তাই দেশটির সরকার টিকার উভয় ডোজ গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, টিকা ডেলটা ধরনের প্রভাবকে প্রশমিত করবে।