কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বাল

জুলাই মাসে তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হবে। আরও একবার রাজ্যসভায় মনোনীত হওয়ার সম্ভাবনাও যে নেই তা তিনি বুঝতে পেরেছেন। উদয়পুরে আয়োজিত কংগ্রেসের চিন্তন শিবিরেও তাঁকে ডাকা হয়নি। সমাজবাদী পার্টির কাছ থেকে রাজ্যসভার আশ্বাস পাওয়ার পর তিনি কংগ্রেস ছাড়লেন। গুজরাটের হার্দিক প্যাটেল, পাঞ্জাবের সুনীল জাখরের পর কপিলের দলত্যাগ বোঝাচ্ছে কংগ্রেসের সংকট এখনো কতটা গভীর।

কপিল অবশ্য কংগ্রেসের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তিন দশকের সম্পর্ক ছেড়ে বের হওয়া খুবই কঠিন। তিনি বলেন, মোদি সরকারের বিরুদ্ধে বরাবর তিনি সরব থেকেছেন। থাকবেনও। চেষ্টা চালাবেন মোদি সরকারের বিরুদ্ধে জোরালো জোট গঠনের।

image_pdfimage_print