সেন্ট লুসিয়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান।
‘এ’ দলের এই ম্যাচ আগ্রহের কেন্দ্রে ছিলেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। সাব্বির এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন, সৌম্যও রয়েছেন নির্বাচকদের নজরে। কিন্তু উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দু’জনই ব্যর্থ হয়েছেন।
ওপেন করতে নেমে সৌম্য ১৫ রানে আউট হন। আর মিডল অর্ডারে সাব্বির দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি, মাত্র ৩ রান করেন তিনি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ১২ রান। শেষ ব্যাটার জাকের আলী করেন ২৫ রান। সফরকারীদের ব্যাটিংয়ে ধস নামান ক্যারিবীয় পেসার জাস্টিন গ্রিভস। ৪ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।