এবার চাকরি হারাচ্ছেন ১১ হাজার মেটা কর্মী

টুইটারের পর এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃপ্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি এর মোট জনবলের ১৩ শতাংশ ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মেটার ৮৭ হাজার কর্মীর মধ্যে ১১ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন।

এক বিবৃতিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, মেটার ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তন ছিল এটি।

প্রায় দুই সপ্তাহ আগে নিজেদের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে টুইটার। প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক এই ঘোষণা দেন।

জাকারবার্গ বলেন, ‘আমি জানি এটি সবার জন্য কঠিন, এবং যারা এর ফলে প্রভাবিত হচ্ছেন তাদের প্রতি আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি’।

এবছর প্রায় দুই-তৃতীয়াংশ মূল্য হারিয়েছে মেটা। তাই কোম্পানিকে আরও কার্যকর করতে ব্যয় কমানো এবং নতুন নিয়োগ না করার সময়সীমাও বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। সেইসাথে ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন তারা।