ইসরায়েলি সেনাবাহিনীর পাশাপাশি পশ্চিম তীরে চড়াও হয়েছে ইহুদি দখলদাররা। বৃহস্পতিবারের (১৩ অক্টোবর) হামলায় আহত কমপক্ষে ৪০ ফিলিস্তিনি।
কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, আকস্মিক হামলা চালিয়ে দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে দখলদাররা। পাথরের আঘাতে ২২ জন এবং এলোপাতাড়ি মারধরের কারণে আহত হন ২০ ফিলিস্তিনি।
জেরুজালেম-শেখ জাররাসহ বেশকিছু শহরে রাতভর চিরুনি অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবহর। মূলত চলতি সপ্তাহে দুই সেনা হত্যার সাথে জড়িতদের সন্ধানেই এ তল্লাশি বলে দাবি সেনাদের। তাদের বাধা দিলে ফিলিস্তিনিদের টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড আর গোলাগুলির মুখে পড়তে হয়।
এদিকে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে মুখোমুখি বৈঠকে এমনটা জানান ভ্লাদিমির পুতিন। তার দাবি, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ব্যাপারে অনড় অবস্থান রাশিয়ার।