রাশিয়ার সাথে সঙ্ঘাতের আশঙ্কার পরেও ন্যাটো সদস্য হতে চায় ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়তার সাথে বলেন, ইউক্রেন অবশ্যই ন্যাটো সামরিক জোটের সদস্য হতে চায়। যদিও রাশিয়া এ বিষয়টির বিরোধী করছে এবং অনেক পশ্চিমা দেশও সংশয় প্রকাশ করেছে যে ইউক্রেন এ সামরিক জোটের সদস্য হতে পারবে না। তবুও ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সাথে কথা বলার সময় ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন তার দেশ (ইউক্রেন) ওই পথেই যাবে যা তার দেশের মানুষ চায়। এর মাধ্যমে তিনি এটা বলতে চাইছেন যে রাশিয়ার সাথে সঙ্ঘাতের আশঙ্কার পরেও ন্যাটো সদস্য হবে ইউক্রেন।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য হওয়া এবং পূর্ব ইউরোপে এ সামরিক জোটের সম্প্রসারণ ঠেকাতে চান। তিনি পশ্চিমাদের কাছে নিরাপত্তার নিশ্চয়তাও দাবি করেছেন।
কিন্তু পশ্চিমারা ভ্লাদিমির পুতিনের এমন দাবিতে কর্ণপাত না করায় তিনি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনার সমাবেশ ঘটান।
সূত্র : আল-জাজিরা