এক সাকিব আউট করলেন আরেক সাকিবকে

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। ম্যাচটিতে মাত্র ১৫ রান তুলতেই ৩টি উইকেট হারায় শেখ জামাল। সেখান থেকে দলকে উদ্ধারের জন্য ব্যাট হাতে চেষ্টা চালিয়ে যান সৈকত আলী ও সাকিব আল হাসান।  দুজনে মিলে ৭২ রানের জুটিও গড়েন।

দলীয় ৮৭ রানে সৈকত ফেরার পরে সাকিব ফেরেন দলীয় ১১০ রানে। বিশ্বসেরা অলরাউন্ডারকে তুলে নেন তানজিম সাকিব। ৫৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করে আউট হন শেখ জামালের সাকিব। তাতে মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 

আজকের ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন এই সমিকরণ নিয়ে সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। জাতীয় দলের জন্য ১০ ক্রিকেটার ছেড়ে দেয়া আর খালেদ-জয়ের ইনজুরিতে ১১ ক্রিকেটার মেলাতেই হিমশিম খেয়েছে আকাশী-নীলরা। তবুও দল সাজিয়ে শেখ জামালের বিপক্ষে এগিয়ে যাচ্ছে দলটি।