আজ ৭ জুলাই এই দম্পতির ১৪তম বিবাহবার্ষিকী। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও পরিচালক বদরুল আনাম সৌদের একসঙ্গে পথচলার ১৪ বছর পূর্ণ হয়েছে।
২০০৮ সালের ৭ জুলাই সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ সংসার জীবন শুরু করেন। বিশেষ দিনটিতে বদরুল আনাম সৌদ বলেন, ‘সবার ভালোবাসায় আমরা দুজনে ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই আরও বহুবছর। শুধুই আশীর্বাদ চাই।’
বিবাহবার্ষিকীকে সুবর্ণা ও সৌদকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ তারকারা। সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সৌদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী সৌদ। তোমাকে সবসময় ভালোবাসি।’