পরিচালক মহেশ মঞ্জরেকরের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রথম পোস্টারে দেখা মিলল শ্যালক- ভগ্নিপতি সালমান খান এবং আয়ুশ শর্মার।
একজন পুলিশ অফিসার ও একজন গ্যাংস্টারের দ্বন্দ্ব উঠে আসবে এই ছবির চিত্রনাট্যে। ছবিতে পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে সালমান খানকে ও গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুশ শর্মা। পাঞ্জাবী চরিত্রে অভিনয় করবেন সালমান।
আয়ুশ শর্মাকে বলিউডে লঞ্চ করেছিলেন সালমান খান। এবার সালমানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে তাকে। মঙ্গলবার ছবির প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সালমান খান। পোস্টারের ক্যাপশনে সলমন লেখেন, ‘মন্দের শেষের শুরু’।
খুব শিগগির মুক্তি পাবে ‘অন্তিম’-এর প্রথম গান, যেখানে সালমানের সঙ্গে নাচতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’-এ ক্যামিও রোলে দেখা যাবে বরুণকে।