ঋষভকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঊর্বশী

ঋষভ পন্থর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। দিন কয়েক ধরেই তাঁর অস্ট্রেলিয়ার সফরকে কেন্দ্র করে একের পর এক কটাক্ষের মুখে পড়ছেন ঊর্বশী। কেউ বলছেন, ঋষভের সঙ্গে দেখা করতেই তিনি অস্ট্রেলিয়ায় গেছেন, কারণ এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া সফরে রয়েছেন ঋষভ।

ঋষভের ভক্তদের অভিযোগ, তরুণ ক্রিকেটারের মনোযোগ আকর্ষণ করতেই তিনি সেখানে গিয়েছেন।

অনুরোধ করেছেন যেন তিনি খেলোয়াড়ের লক্ষ্যভ্রষ্ট না করেন। এবার এই সকল বিষয়ে পাল্টা জবাব দিলেন নায়িকা। এমনকি তিনি প্রয়াত মাহসা আমিনির সঙ্গে নিজেকে তুলনা করেছেন। যার সন্দেহজনক মৃত্যুতে গোটা ইরান খেপে উঠেছে। তিনি বলেছিলেন যে লোকেরা তাঁকে ‘স্টকার’ ভেবে রীতিমতো ‘ধমকাচ্ছে’, কেউ তাঁর মঙ্গল চিন্তা করে না।
নীরবতা ভেঙে ঊর্বশী রাউতেলা আজ অর্থাৎ ১৩ অক্টোবর তাঁর ইনস্টাগ্রামে একটি শাড়ি পরা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘FIRST IN IRAN #MahsaAmini & NOW IN INDIA….এটা আমার সঙ্গে ঘটছে। তাঁরা আমাকে একজন স্টকার হিসেবে ধমকাচ্ছেন। কেউ আমাকে নিয়ে চিন্তা করে না বা আমাকে সমর্থন করে না। ’
ঊর্বশী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি সাদা এবং লাল পোশাকের ছবি শেয়ার করে ভক্তদের ‘শুভ করভা চৌথ’ শুভেচ্ছা জানিয়েছেন। এই পোস্টের মন্তব্যেও তাঁকে ক্রিকেটারকে একা ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলো। ঋষভ-ঊর্বশী ২০১৮ থেকে একে অপরের সঙ্গে ডেট করছেন বলে গুজব ছিল।

তবে ক্রিকেটার এক বছর পরে তাঁদের সম্পর্ক অস্বীকার করেন।

উল্লেখ্য, ঋষভ ও ঊর্বশীর বিতর্ক শুরু হয়েছিল তখন থেকে, যখন অভিনেত্রীর সঙ্গে সাথে দেখা করার জন্য ঋষভ একটি হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু ঊর্বশী সেই ঘটনার অন্য বর্ণনা দিয়ে বলেন, ‘ঋষভ আমার সঙ্গে শুধু দেখা করতে এসেছিলেন, কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম বলে হোটেলের রুমে ঘুমিয়ে পড়েছিলাম, তাই তার সঙ্গে দেখা হয়নি। ঋষভের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। ’

এর পরেই ঋষভ একটি রহস্যময় ইনস্টাগ্রাম গল্প লিখেছিলেন, যেটিতে লেখা ছিল, ‘এটা মজার যে কিভাবে লোকেরা কেবল সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনাম হওয়ার জন্য সাক্ষাৎকারে মিথ্যা বলে। দুঃখজনক যে কিছু লোক খ্যাতি এবং নামের জন্য পিপাসু হয়। ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। ’

ঋষভের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, ঊর্বশী রহস্যজনকভাবে পোস্ট করেছিলেন, ‘ছোটু ভাইয়া (ছোট ভাই) ব্যাট বল খেলতে হবে…আমি কোনো নির্বোধ মেয়ে নই। ’