ইস্কান্দার মিয়া এবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ইস্কান্দার মিয়াকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংক। ব্যাংকটির আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক রোববার তার এ নিয়োগে অনাপত্তি দিয়েছে বলে জানা গেছে। তিনি কর্মজীবনের বড় একটি সময় মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে কর্মরত ছিলেন।

ইস্কান্দার মিয়া ২০২১ সালের ৩০ জুন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপপ্রধান পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ থাকা অবস্থায় দীর্ঘদিন সেখানে কাজ করেন। তিনি ২০১২ সালে মহাব্যবস্থাপক (বর্তমান পরিচালক) ও ২০১৮ সালের মে মাসে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান।

 

১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহাকারী পরিচালক পদে যোগদানের পর তাকে প্রেসনে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে পাঠানো হয়। কর্মজীবনে কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন, বৈদেশিক মুদ্রা নীতি, ব্যাংকিং প্রবিধি ও নীতি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিস, এপপেন্ডিচার ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন, পেমেন্ট সিস্টেম ও গভর্নর সচিবালয়ে দায়িত্ব পালন করেন।

image_pdfimage_print